কোচ টমাস টুখেলের সঙ্গে আগে কখনো সাক্ষাৎই হয়নি। তাই ইংল্যান্ডের জাতীয় দলে ডাক পাওয়া জেড স্পেন্সের কাছে ছিল অনেকটা আকাশকুসুম চিন্তার সমান। কিন্তু বাস্তবে তেমন অবিশ্বাস্য কিছুই ঘটে গেছে তার ক্যারিয়ারে। ইংল্যান্ডের জাতীয় দলে জায়গা করে নিয়ে যারপরনাই বিস্মিত ২৫ বছরের এ ডিফেন্ডার।